কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭): আমার মামা ধূমপানে আসক্ত। এ কথা আমি ছাড়া আর কেউ জানে না। যেহেতু মুসলিমদের দোষ গোপন করা উচিত, তাই আমি তার কথা কাউকে বলব নাকি তাকে শুধরানোর জন্য পরিবারকে জানাব?

উত্তর: ধূমপান ইসলামে হারাম এবং ধূমপান করলে ইবাদত কবুল হয় না (ছহীহ বুখারী, হা/৪৩৪৩)। এমতাবস্থায় ব্যক্তিগতভাবে ভদ্রতার সাথে তাকে এ কাজ থেকে বিরত থাকার জন্য বলতে হবে। এরপরও যদি তিনি ধূমপান না ছাড়েন, তাহলে যেভাবে যার মাধ্যমে বললে ধূমপান ছেড়ে দিবে তার মাধ্যমে তাকে এ হারাম কাজ ছেড়ে দেওয়ার জন্য বলতে হবে।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine