উত্তর : ছালাত আদায়কালে ওযূ নষ্ট হয়ে গেলে ছালাত ছেড়ে বের হয়ে গিয়ে পুনরায় ওযূ করে নতুনভাবে ছালাত শুরু করা কর্তব্য। কারণ ওযূ ব্যতীত ছালাত কবুল হয় না (ছহীহ বুখারী, হা/১৩৫; ছহীহ মুসলিম, হা/২২৫)। এই অবস্থায় মুছল্লীদের খুশু-খুযূ’তে অপেক্ষাকৃত কম ব্যাঘাত ঘটিয়ে যেভাবে বের হওয়া সহজ হবে, সেভাবেই বের হয়ে যাবে। এতে যদি মুছল্লীদের সামনে দিয়ে যাওয়ার প্রয়োজন হয়, যেতে পারে। কোন সমস্যা নেই। কেননা জামা‘আত চলাকালে সকল মুছল্লীর সুতরা হলেন ইমাম। তাই ইমামের সামনে দিয়ে যাওয়া যাবে না। কিন্তু ইমামের পিছনে থাকা মুছল্লীদের সামনে দিয়ে যাওয়াতে শারঈ কোন বাধা নেই। কারণ ইমামের সুতরাই মুছল্লীদের সুতরা হিসাবে গণ্য (ছহীহ বুখারী, হা/৪৯৩; ছহীহ মুসলিম, হা/৫০৪; মিশকাত, হা/৭৮০)।
প্রশ্নকারী : আব্দুর রহমান
লালপুর, নাটোর।
