উত্তর: কুরআনুল কারীম নাযিল হয়েছে মানুষের হেদায়াতের জন্য (আল-বাকারা, ২/১৮৫)। সুতরাং এর ওয়াযীফা হচ্ছে তিলাওয়াত, অনুধাবন ও আমল (আল-বাকারা, ২/১৫১)। শুধু দেওয়ালে টাঙিয়ে রাখা এর ওয়াযীফা নয়। ঘরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কুরআনের কোনো সূরা বা আয়াতকে ব্যবহার করা জায়েয নয়। বিশেষ কোনো সূরা বা আয়াতের যে ফযীলত হাদীছে বর্ণিত হয়েছে তা তিলাওয়াত করার সাথে সম্পৃক্ত; দেয়ালে টাঙিয়ে রাখার সাথে নয় (ছহীহ বুখারী, হা/২৩১১)। সাথে সাথে এগুলো পড়ে যাওয়ার আশঙ্কা থাকে যাতে কুরআনের অসম্মান করা হয় এবং যা ব্যক্তিকে ঈমান নষ্টের দিকে ধাবিত করে।
প্রশ্নকারী : মুহাম্মদ শিমুল
ঢাকা।