কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : মহিলাদের ব্যবহৃত কোনো পোশাক পরিধান করে পুরুষেরা ছালাত আদায় করতে পারে কি?

উত্তর : যেমন নারীর নির্দিষ্ট পোশাক কোনো পুরুষ পরিধান করতে পারবে না। তদ্রম্নপ কোনো পুরুষের নির্দিষ্ট পোশাকও কোনো নারী পরিধান করতে পারবে না। একে অপরের সাদৃশ্য হয়ে যায় এমন পোশাক উভয়ের জন্য পরিধান করা হারাম। চায় তা ছালাতে হোক বা ছালাতের বাইরে হোক। একে অন্যের সাদৃশ্যতা গ্রহণকারীদেরকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ সব পুরুষকে লা‘নত করেছেন যারা নারীর বেশ ধরে এবং ঐসব নারীকে যারা পুরুষের বেশ ধরে (ছহীহ বুখারী, হা/৫৪৪৫; মাজমূঊ ফাতাওয়া ইবনে উছায়মীন, ১২/২৪৭ পঃ; ফাতাওয়া লাজনাহ দায়েমাহ, ২৪/৯৫)। তবে কোনো ব্যবস্থা না থাকলে বাড়ীর ভিতরে একে অন্যের পোশাক পরতে পারে। কারণ আল্লাহ সাধ্যের বাইরে মানুষের উপর কোনো কিছু চাপিয়ে দেন না (বাক্বারাহ, ২৮৬)।

প্রশ্নকারী : আফীফ

 ক্ষেতলাল, জয়পুরহাট।


Magazine