উত্তর : পরিপূর্ণভাবে শারঈ পর্দা রক্ষা করে কাজ করা যায় এমন যে কোন পেশাই শরী‘আতে অনুমোদিত। কোন পেশায় যদি গায়রে মাহরাম পুরুষের সাথে মেলামেশা না হয়, তাহলে সে কাজ করতে শরী‘আতে কোন বাধা নেই। আর গাইনী পেশা নারীদের সেবা প্রদানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পেশা। যদি পর পুরুষের সাথে মেলামেশা না হয় এবং পূর্ণ পর্দা মেনে তা করা যেতে পারে। কিন্তু যদি তাতে পর পুরুষের সাথে মেলামেশা হয় এবং পর্দার ব্যাঘাত ঘটে তাহলে কোন মুসলিম নারীর জন্য সে পেশায় যাওয়া বৈধ নয়। মহান আল্লাহ বলেন, ‘আর যখন তোমরা তাদের কাছে কোন কিছু চাইবে, তখন পর্দার আড়াল থেকে চাইবে’ (সূরা আহযাব, ৫৩)।
প্রশ্নকারী : আনোয়ার হোসেন
দূর্গাপুর, রাজশাহী।
