কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯): আযান দেওয়ার সাথে সাথে নারীদের মাথায় কাপড় দেওয়ার বিধান কী?

উত্তর: আযান দেওয়ার সাথে সাথে নারীদের মাথায় কাপড় দেওয়ার কোনো বিধান ইসলামে নেই। এটি একটি কুসংস্কার মাত্র। পরপুরুষের সামনে সর্বাবস্থায় নারীদের পর্দা করতে হবে (আন-নূর, ২৪/৩১)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নারী হলো আবরণীয় বস্তু। যখন সে বাহিরে বের হয়, শয়তান তাকে সুশোভিত করে তোলে’ (তিরমিযী, হা/১১৭৩)।

প্রশ্নকারী : ইসমাইল

কালিহাতি, টাঙ্গাইল।

Magazine