কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : কোনো কোনো বইয়ে লেখা আছে, প্রয়োজনের অতিরিক্ত শস্যের ওশর দিতে হবে? কথাটি কি শরী‘আত সম্মত?

উত্তর : না, ওশর প্রদানের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত বলে শারঈ কোনো বিধান নেই। বরং নিসাব পূর্ণ হলেই ফসল বা শস্যের ওশর দিতে হবে। অর্থাৎ ফসল যদি আকাশের পানি, ঝর্ণার পানি এবং কূপের পানি দ্বারা উৎপাদিত হয় তাহলে তা হতে ওশর বা এক-দশমাংশ যাকাত দিতে হবে। আর যদি সেচ প্রক্রিয়ার মাধ্যমে ফসল উৎপাদিত হয় তাহলে ‘নিছফে ওশর’ বা বিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে (ছহীহ বুখারী, হা/১৪৮৩; মিশকাত, হা/১৭৯৭)। উল্লেখ্য, উৎপাদিত ফসল প্রায় ১৮ মণ ৩০ কেজি হলে তার উপর যাকাত ফরয হয়। অর্থাৎ নিছাব পূর্ণ হয়।

প্রশ্নকারী : আরাফাত আলী

চারঘাট, রাজশাহী।


Magazine