কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১): চেয়ারে বসে খাবার খাওয়া যাবে কি? না গেলে বর্তমানে হোটেলগুলোতে শুধু চেয়ারের ব্যবস্থা থাকে। সেক্ষেত্রে করণীয় কী?

উত্তর: চেয়ারে বসে খাওয়া যায়। তবে মাটিতে বসেই খাওয়া উচিত। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে বসে খাননি। আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ‘খিওয়ান’ বা টেবিলের মতো উঁচু স্থানের উপর খাবার রেখে আহার করেননি এবং ছোট ছোট বাটিতেও তিনি আহার করেননি। আর তাঁর জন্য কখনো পাতলা রুটি তৈরি করা হয়নি। ইউনুস বলেন, আমি ক্বাতাদা রাযিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞাসা করলাম, তা হলে তারা কীসের উপর আহার করতেন? তিনি বললেন, দস্তরখানের উপর (ছহীহ বুখারী, হা/৫৪১৫)।

প্রশ্নকারী : আহমাদ

সিরাজগঞ্জ।


Magazine