উত্তর : এক. প্রথমবার খোলার মাধ্যমে বিচ্ছেদ হওয়ার পর তিন মাসের মধ্যে ফিরিয়ে নেওয়ার যে বর্ণনা দেওয়া হয়েছে তা যদি নতুন বিবাহ ও নতুন মোহরের মাধ্যমে না করে সরাসরি ফিরিয়ে নিয়ে থাকে তাহলে, তা বৈধ হয়নি এবং পরবর্তী ফিরিয়ে নেওয়া আবার তালাক দেওয়া কোনোটিই শরীয়া সম্মত হয়নি এবং এসবের কোনো ধর্তব্য নেই এবং প্রথম খোলার পরের সকল সম্পর্ক অবৈধ হয়েছে। সুতরাং এখন চায়লে নতুন মোহর নির্ধারণ করে নতুনভাবে বিবাহ করতে পারে। কেননা খোলা তালাক নয় (মাজমুউল ফতওয়া, ৩২/৩০৬ পৃ. আল-ইসতেযকার,৬/৮২ পৃ.)। দুই. প্রশ্নের বর্ণনানুযায়ী যদি প্রথম খোলার পর নতুন মোহর ও বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিয়ে থাকে তাহলে পরবর্তী দুই তালাক হয়েছে। সুতরাং এখন চায়লে আবার নতুন মোহর ও বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে পারে। মহান আল্লাহ বলেন, ‘তালাক দুইবার অতঃপর হয় স্ত্রীকে বিধিসম্মতভাবে রাখবে অথবা সদ্ভাবে বিদায় দেবে’ (আল-বাক্বারা, ২২৯)। অত্র আয়াত প্রমাণ করে যে, দুই তালাক পর্যন্ত স্ত্রীকে রাখার সুযোগ রয়েছে। তবে এরপর আবার তালাক দিলে ঐ স্ত্রীকে আর ফিরিয়ে নিতে পারবে না।