উত্তর : উভয় হাতে তাসবীহ গণনা করা যাবে না। বরং ডান হাতে তাসবীহ গণনা করতে হবে। আব্দুল্লাহ ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ডান হাতে তাসবীহ গণনা করতে দেখেছি’ (আবুদাঊদ, হা/১৫০২)। তবে ডান হাতে গণনা করতে অক্ষম হলে বাম হাতে গণনা করতে পারে।
-আব্দুর রহমান
গেদীপাড়া, ঠাকুরগাঁও।
