কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫): আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কোম্পানির প্রায় ৩০০ বিঘা এলাকাজুড়ে একটি আবাসিক ভবন ও ছালাতের জায়গা আছে, যেখানে শুধুমাত্র কোম্পানির কর্মকর্তা, কর্মচারি ও শ্রমিকরা ছালাত আদায় করতে পারেন। সেখানে পাঁচ ওয়াক্ত ছালাতও হয়। নিরাপত্তাজনিত কারণে বাহিরের লোকজন প্রবেশ করতে পারেন না। এই পরিস্থিতিতে শুধুমাত্র কোম্পানিতে কর্মরত লোকদের নিয়ে ওই স্থানে জুমআর ছালাত আদায় করা শারঈ দৃষ্টিকোণে বৈধ হবে কি?

উত্তর: জুমআ আদায় করার জন্য শহর ও নির্ধারিত সংখ্যক মুছল্লী হওয়া শর্ত নয়। জুমআর জন্য জামাআত জরুরী। আর অন্তত তিনজন ব্যক্তি হলে জামাআত হয়। অতএব, এরূপ জায়গায় যদি নিরাপত্তাজনিত কারণে বাহিরের লোক না থাকে, তবুও জুমআ পড়া যায়। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! জুমআর দিনে যখন ছালাতের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং কেনাবেচা ত্যাগ করো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে’ (আল-জুমুআহ, ৬২/৯)। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মসজিদে জুমআহর ছালাত জারি করার পরে সর্বপ্রথম যে মসজিদে জুমআর ছালাত জারি করা হয়েছিল তা হলো বাহরাইনের জুয়াসা এলাকায় অবস্থিত ‘আব্দুল ক্বায়স’ গোত্রের মাসজিদ (ছহীহ বুখারী, হা/৪৩৭১)।

প্রশ্নকারী : আতিকুর রহমান সোহাগ

পত্নীতলা, নওগাঁ।

Magazine