উত্তর : এর থেকে পরিত্রাণ পাওয়ায় জন্য সূরা নাস, ফালাক্ব ও ইখলাছ তিনবার করে পড়ে হাতে ফুঁক দিয়ে মাথা থেকে আরম্ভ করে শরীরের যতটুকু সম্ভব হাত বুলিয়ে নিবে (ছহীহ বুখারী, হা/৫০১৭; মিশকাত, হা/২১৩২)। সাথে আয়াতুল কুরসী পড়ে ঘুমালে আল্লাহর পক্ষ হতে একজন ফেরেশতা নিযুক্ত করা হয় এবং শয়তান সকাল হওয়া পর্যন্ত তার নিকটবর্তী হতে পারবে না (ছহীহ বুখারী, হা/২৩১১; তিরমিযী, হা/২৮৮০)।
প্রশ্নকারী : ফযলে মাহমুদ
আতা নারায়ণপুর, রাজশাহী।
