কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

স্বাধীন ফিলিস্তীন রাষ্ট্র গঠনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ১৪২টি দেশ

জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তীন রাষ্ট্র গঠনের পক্ষে বিপুল ভোটে প্রস্তাব গৃহীত হয়েছে। ‘নিউইয়র্ক ঘোষণা’ নামের এই প্রস্তাবে বলা হয়েছে, ভবিষ্যৎ ফিলিস্তীন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, বিপক্ষে ভোট দেয় মাত্র ১০টি দেশ, যার মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে। ভোটদানে বিরত থাকে ১২টি দেশ। প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সঊদী আরব। এতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের তৎপরতা জোরদার করা, গাযায় যুদ্ধ বন্ধ করা এবং হামাসকে অস্ত্রসমর্পণ করে ক্ষমতা ছাড়ার আহ্বান জানানো হয়েছে। আরব লিগ ইতোমধ্যেই এ ঘোষণার প্রতি সমর্থন জানিয়েছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের মধ্যে ১৪৯টি দেশ ফিলিস্তীন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তীনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিকভাবে ফিলিস্তীনি জনগণের অধিকারের সমর্থনের প্রতিফলন। অন্যদিকে ইসরাঈল একে ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন রাজনৈতিক সার্কাস’ বলে অভিহিত করেছে।


Magazine