কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

তালেবান-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক চুক্তি

যুদ্ধাবসান ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান ছাড়তে হবে মার্কিন ও ন্যাটো সেনাদের। এখন সেখানে প্রায় ১২ হাজার বিদেশী সৈন্য রয়েছে। চুক্তি মতে, এখন থেকে আফগানিস্তানে আর কোনো হামলা চালাবে না তালেবান। এছাড়া তাদের নিয়ন্ত্রিত এলাকায় আল-কায়েদার কোনো তৎপরতা চালাতে দেবে না। স্বাক্ষরিত চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করার দায়িত্ব উভয়পক্ষেই সমান। উভয়পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর কাতারের রাজধানী দোহায় এই ঐতিহাসিক চুক্তি সই হয়। তালেবানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মোল্লা আব্দুল গনী বরদার এবং যুক্তরাষ্ট্রের পক্ষে আফগানবিষয়ক বিশেষ দূত জালমী খলীলজাদ। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তালেবান প্রতিনিধি দল ছাড়াও সেখানে হাযির ছিলেন পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান ও তাজাকিস্তানের প্রতিনিধিবর্গ। দু’বছর ব্যাপী এই আলোচনা নানা টানাপোড়েন এবং কখনো কখনো অনিশ্চয়তার মুখে পড়লেও কেউ ছেড়ে যায়নি। আলোচনা সচল থাকে শেষ পর্যন্ত এবং তারই সুফল হিসাবে স্বাক্ষরিত হলো চুক্তি।


Magazine