কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

৮ বছর ধরে ফ্রি-তে সাহরী ও ইফতার করান রফিক

post title will place here

জয়পুরহাটের আক্কেলপুরের রফিকুল ইসলম। তিনি ২০১৬ সাল থেকে ৮ বছর ধরে ফ্রি-তে সাহরী এবং ইফতার করান প্রতিদিন প্রায় ১৫০ ছিয়াম পালনকারী ব্যক্তিকে। বেশি টাকার মালিক না হলেও সারা বছর যা আয় করেন সেখান থেকে কিছু টাকা সঞ্চয় করে রামাযান মাস জুড়ে তিনি সাহরী ও ইফতারের আয়োজন করেন। তিনি বছরের ১১ মাস ব্যবসা করলেও রামাযানের এক মাস আল্লাহর প্রিয় বান্দারের মেহমানদারি করেন। সাহরীতে খাবার থাকে গরুর গোশত, মাছ, ভাজি, ডাল এবং এক গ্লাস দুধ। আর ইফতারিতে থাকে গোশতের বিরিয়ানী, ছোলা বুট, বুন্দা, মুড়ি, পিঁয়াজু, বেগুনি সাথে এক গ্লাস শরবত। তার এ কাজে সহযোগিতা করেন হোটেলের কর্মচারীগণ। তারাও এই মাসে কোনো পারিশ্রমিক নেন না।


Magazine