এটি সঊদী আরব কিংবা আরববিশ্বের কোনো দেশের চিত্র নয়; বাংলাদেশের দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের শান্তির বাজারের মসজিদে আযান হলেই দোকান খোলা রেখেই ছালাত আদায়ের জন্য মসজিদে চলে যান ব্যবসায়ীরা। এখানে দেড়যুগ অধিক সময় ধরে এভাবেই দোকান খোলা রেখে মসজিদে গিয়ে ছালাত আদায় করেন ওই বাজারের ব্যবসায়ীরা। তবে মালামাল চুরি কিংবা হারিয়ে যাওয়ার ঘটনা অদ্যাবধি ঘটেনি। শান্তির বাজার জামে মসজিদের ইমাম আব্দুল লতিফ বলেন, ‘এখানকার মানুষ সৎ এবং শান্তিপ্রিয়। মসজিদে আযান শোনার সঙ্গে সঙ্গে দোকনিরা বেচাকেনা বন্ধ রেখে দোকান খোলা রেখেই মসজিদে চলে যান। দোকানের মালামাল চুরির ঘটনা আজ অবধি ঘটেনি’।