অবিরাম শান্তি দেয় অন্তরে
মনকে দেয় ভালো করে
দুঃখ-কষ্ট দেয় দূর করে
প্রশান্তি আনে মনের ঘরে।
সুন্দর করে সাজানো গোছানো
বাক্যের সাথে বাক্য মিলানো
ভুল পাবে না কোনো দিনও।
সরল পথের দিশা দিবে
সত্য-মিথ্যার মোচন করবে
অন্ধকার থেকে দ্বীনের তরে
কুরআন তোমায় আলো দেখাবে।
-আবূ বকর ছিদ্দীক্ব
ছাত্র, সপ্তম শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।