কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সালাফী কনফারেন্স

দ্বীনের তরে নিজ মায়া ঝালিয়ে নিতে

এক ঝাঁক উলামায়ে কেরামের পরশ পেতে

অহীজ্ঞানে হৃদয়টা ভরিয়ে নিতে

চলো যাই একসাথে ঐ জামি‘আহতে।

সারা দেশ থেকে জমায়েত হয় শ্রোতা

ইলম হাছিলে হেথা

জুড়ি নেই কোনো কথা

মোরা কেন বলো বাড়িতে বসা?

শুনে আসি সালাফী কনফারেন্স

দেখে আসি জামি‘আর বেশ,

চলো ডাঙ্গিপাড়া, চলো রূপগঞ্জ

নিয়ে আসি দ্বীনের চ্যালেঞ্জ।

-মো. জহুরুল

পশ্চিম হরিপুরপোরশানওগাঁ।

Magazine