কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রভু হে মহান

প্রভু হে মহান! কেন আজি এত ক্রুদ্ধ মোদের প্রতি

দুর্যোগ আর মহামারি তুমি দিয়ে চলেছ যে নিতি।

কলেরা, বসন্ত, প্লেগ দিয়ে তুমি নিয়ে গেলে কত প্রাণ

ইবোলার আঘাত সয়েছি আমরা হয়ে কত পেরেশান।

দিয়েছ সুনামি, সিডর, আইলা আরও দিলে বুলবুল

লণ্ডভণ্ড করে দিল সব, বাধায়ে হুলস্থুল।

বারে বারে এসে হানা দেয় ভবে তীব্র ভূকম্পন

ভাঙে বাড়ি-ঘর, কেড়ে নেয় সে যে কত অমূল্য জীবন।

করোনার কোপে অস্থির যবে, মোরা সবে হয়রান

তারই মাঝে তুমি পাঠালে ধরায় সাইক্লোন আম্ফান।

সৃজন করেছ তুমিই মোদের করে সৃষ্টির সেরা

তবে কেন ফের আযাবে গযবে করে দাও দিশেহারা?

কোনো দোষ নেই তোমার, তোমার সবকিছুই যে প্রজ্ঞায় ভরা

ভুলে আছি মোরা তোমার মহিমা, নাহি জপি তব নাম

স্বার্থের পিছে ঘুরে চলি শুধু ভুলে তব আহকাম।

মানবের মাঝে মানবতা নাহি, নাহি দয়া-মায়া কোনো

অর্থের কাছে নীতি-আদর্শ বলি দিয়ে দিছি যেন।

দুষ্টরা চলে বক্ষ ফুলায়ে, সজ্জন কোণঠাসা

মুছে গেছে যেন ধরা হতে আজি স্নেহ-মায়া ভালবাসা।

তাই কিরে তুমি শাস্তি দিচ্ছ তব প্রিয় বান্দারে?

বল তবে প্রভু বিপদে-আপদে মোরা যাব কার দ্বারে?

ক্ষমিও মোদের অপরাধ রাশি ওগো প্রভু মহিয়ান

তুমি রহমান তুমি যে রহীম দয়াময় অফুরান।

দিয়ো সে জ্ঞান তোমার মহিমা পারি যেন বুঝিবারে

দিয়ো সে শক্তি বিপদে-আপদে পারি যেন বুঝিবারে।

-মো. আবুল কালাম আজাদ

প্রভাষকআটিপাড়া মুঈনুল উলুম ফাজিল মাদ্রাসা,

আটিপাড়া, উজিরপুর, বরিশাল।

Magazine