ঈদ মানে শুধু আনন্দ আর নয় খুশি,
ঐ আকাশে নব মাসের বাঁকা চাঁদের হাসি।
ঈদ মানে হই-হুল্লোড় নয় চাঁদ দেখা,
এর থেকে মানবজাতির আছে অনেক শেখা।
ঈদ মানে হিংসা-বিভেদ নয় কোনো রাগ,
হাসি-খুশি আনন্দ মোরা করব সবাই ভাগ।
ঈদ মানে দুঃখ-ব্যথা সব ভুলে যাওয়া,
সুখে-দুখে সর্বজনে পাশাপাশি পাওয়া।
ঈদ মানে সবাই সমান, উঁচু নিচু নয়,
একথা স্মরণ যেন সারা জনম রয়।
ঈদ যেন না হয় কভু শুধু নিজের জন্য,
সৎ কর্মে সহযোগী হয়ে হব মোরা ধন্য।
আব্দুল বারী
গজারিয়াপাড়া, নন্দীগ্রাম, বগুড়।