কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

জীবন স্বপ্ন

post title will place here

মুয়াজ্জিনের আযানে ভাঙবে মোদের নিদ,

শয্যা ছেড়ে উঠব মোরা গ্রীষ্ম কিবা শীত।

ছুটে যাব মসজিদ পানে করতে রবের বন্দেগি,

মিথ্যা ছেড়ে সত্য পথে গড়ে তুলব জিন্দেগি।

ভোর বেলাতে পাখপাখালি গায় স্রষ্টার গীত,

তারা একই নিয়ম মেনে চলে গ্রীষ্ম কিবা শীত।

তাই মনের সুখে গাইব মোরা রবের গুণ গীত,

তাঁর গুণগান করব ছেড়ে সব বেহুদা সংগীত।

সাঁঝ সকালে রবের নামে করব শুরু কর্ম,

প্রতি কর্মে রবের স্মরণ এটাই আমার ধর্ম।

সত্য কথা বলব সবাই মিথ্যা কেউ বলব না,

উপদেশ ও নীতিকথা অবহেলায় ঠেলব না।

হালাল পথে করব সবাই বৈধ উপার্জন,

ধরব না কভু অসৎ উপায়ে পরের ধন।

অন্যায় অত্যাচার রুখতে লড়ব আমরণ,

হাসবে মাযলূম ফিরে পেয়ে নূতন জীবন।

সুন্দর সমাজ গড়ব সবাই অসৎ সঙ্গ পায়ে ঠেলে,

ন্যায়ের রাজ করব ক্বায়েম সৎসঙ্গে সবাই মিলে।

ধনী-গরীব, সাদা-কালো বর্ণ ভেদাভেদ গিয়ে ভুলে,

শান্তি সমাজ গড়ব মোরা এক সাথে কাঁধে মিলে।


 -মোস্তফা ইউসুফ আলম

কালিগঞ্জ, সাতক্ষীরা, বাংলাদেশ।

Magazine