উষার আলোয় ডেকেছে আমায়
যেতে হবে বহুদূর,
মনের ভেতর কালেমার ধ্বনি
বাজিতেছে সুমধুর।
মৃত্যু কাণ্ডারি, অধম আমি
দাওনা গো মুখে বারি,
শত সোহাগে ভরা এ পরাণ
চির-সুখেরই কাণ্ডারি।
এপারে থেকে চেয়েছি ওপার
দিওগো প্রভু মোরে,
চিরসুখী জান্নাত চাই যে আমি
শুধু যে তোমারই তরে।
বিশ্বরবের দরবারে মোর
প্রেমময় আবদার,
আঁখিজলে ডুবি, তোমাকেই খুঁজি
চাই শুধু রহমানের দীদার।
মৃত্যু দুয়ারে পতিত হয়ে,
তব কাছে মোর একটাই যিকরুল্লাহ
ক্ষণকালে মোর ইতিবাক্য যেন হয়,
লা ইলাহা ইল্লাল্লাহ।
লিমানা আনজুমান লিমা
বিরল, দিনাজপুর।