কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রভুর হুকুম

post title will place here
প্রভুর হুকুম মানবে যারা এই পৃথিবীর বুকে,
প্রভুর রহম পাবে তারা থাকবে পরম সুখে।
প্রভুর আদেশমতো যদি জীবন গড়ে তোলো,
জন্ম তোমার সার্থক হবে  ভুবন হবে আলো।
প্রভুর প্রেমে পড়ে কেউ তো খায় না কোনো ধোঁকা,
প্রভুপ্রেমে অলস যারা তারা ভীষণ বোকা।
এই পৃথিবীর মিথ্যা মায়ায় আর থেকো না ভুলে,
প্রভুর দিকে ফিরতে হবে আয়ু ফুরিয়ে গেলে।
এই পৃথিবী কর্মক্ষেত্র ভালো কর্ম করি,
তবেই প্রভু রহম দিবেন দিলটা দিবেন ভরি।
-সাদিয়া আফরোজ
শিক্ষার্থী, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

Magazine