কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

পর্দা

ইসলাম নারীকে সম্মান দিয়ে করেছে ধন্য,

পশ্চিমা বিশ্ব নিজের স্বার্থে নারীকে করেছে পণ্য।

পর্দা ছাড়া নারী হয়ে গেল বন্য,

পর্দা করে যে নারী সে-ই তো ধন্য।

পর্দা শুধু নারীর নয়; পুরুষেরও জন্য,

তবুও যারা বুঝে না ইসলাম, তারা পেল শূন্য।

ইসলামের বিধান সকল সমস্যার সমাধানের জন্য,

মেনে চলবে যারা তাদের জীবন হবে ধন্য।

-মো. ফরহাদ খান

চান্দিনা, কুমিল্লা


Magazine