দূর আরবে উঠল হেসে ফুল-পাখিরা সব
আসমানেতে ফেরেশতারাও জুড়ল কলরব।
যার জোছনাতে জুড়ালো মা আমেনার কোল,
তিনি আমার ভালোবাসা মুহাম্মাদ রাসূল।
মরুর আধার চিরে যে জন জ্বালল হেরার রবি,
যার ছোঁয়াতে ধন্য হলো কুল কায়েনাত সবি।
যার প্রেমেতে পাথর বুকেও ফুটল প্রেমের ফুল,
আমার প্রাণের প্রিয় তিনি মুহাম্মাদ রাসূল।
-আব্দুল্লাহ আল আসিফ
কুল্লিয়া ১ম বর্ষ, মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া,
উত্তর যাত্রাবাড়ী, ঢাকা।