তুচ্ছ এ অবনির ক্রোড়ে এসেছি আমি মুসাফির বেশে।
রব পাঠিয়েছে মোরে শুধু তাঁরই আরাধনায়
তাঁকে ভুলে আজ হারিয়ে যাচ্ছি কোথায়?
অকূল দরিয়ার হিল্লোলে যবে হারিয়ে ফেলি কূল
তাঁরই অপার অনুগ্রহের বলে ভেঙে যায় সব ভুল।
ঘনকৃষ্ণ এঁদো রজনিতে অথবা
কুহেলিকার মাঝেও পাই আলোর ফোয়ারা।
কোনো এক হিমভেজা প্রভাতে বা দুঃখময় দিবসে
বিদায় চিঠি অতিথি হয়ে আসবে আমার দ্বারে,
মালাকুল মাউতের আগমনধ্বনি ভেসে আসবে কর্ণকুহরে
হারিয়ে যাব চিরচেনা মেদিনীর বুক চিরে।
সাব্বির আহমাদ
অধ্যয়নরত, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইন্সটিটিউট,
উত্তরা, ঢাকা।