কই পালাবে, কোন সুদূরে?
মৃত্যু কাছে আসবেই,
ভালো আমল করে গেলে
প্রাণ খুলে সে হাসবেই।
মুমিন যিনি মৃত্যু থেকে
ভয় করে না মোটেই,
আদেশ নিষেধ প্রভুর বাণী
ভালো কর্মের চোটেই।
মৃত্যু হলো অনুগ্রহ
ভালো লোকের জন্য,
মৃত্যুর পরে তারা হবে
সুখ-শান্তিতে ধন্য।
এসো সবাই তওবা করে
অপেক্ষাতে থাকি,
আসুক যখন মৃত্যুখানি
চাই না দিতে ফাঁকি।
মহিউদ্দিন বিন জুবায়েদ
মুহিমনগর, চৈতনখিলা, শেরপুর।