এক চন্দ্রবর্ষ পরে
এলো স্বপ্নের ধার,
এক মাস রামাযানের তরে
এলো উৎসবের পার।
মন মিতালির তালে
হব আনন্দে মুখর,
মহান আল্লাহর করব যিকির
আরও করব শুকর।
ঈদের খুশির বার্তা নিয়ে
নগরের মানুষ গ্রামে আসে,
পরিবার-পরিজনের সাথে
মেতে থাকে উল্লাসে।
মিসওয়াক ও গোসল দিয়ে
উত্তম কাপড় পরে,
বিজোড় সংখ্যক খেজুর খেয়ে
মাঠে যাব তাকবীর পড়ে।
সবাই মিলে আদায় করব
খোলা মাঠে ছালাত,
ফিরতি পথে বন্ধুবান্ধবে
করব মোলাকাত।
-রমজান বিন শামসুল
খাগুরিয়া, সরিষাবাড়ী, জামালপুর।
