কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রভুর যিকির শান্ত করে

অনেক সময় পাই না ভেবে কী যে এখন করি,
উতালপাতাল গন্তব্যহীন চলছে আমার তরি।
বুঝি যখন শয়তানেরা ধরছে আমার পিছু,
মুক্তি পেতে নিই তখন আমার রবের পিছু।
শান্তি মিলে কঠিন দিলে ছালাত পড়ে নিলে,
আত্মা তখন কেমন যেন প্রভুর সনে মিলে।
সুখের হাওয়া বইতে থাকে কাজের ফাঁকে ফাঁকে,
সাড়া প্রভু দিতে থাকে বিনয় করুণ ডাকে।
নরম ঘাসে আলতো পায়ে করি হাঁটাহাঁটি,
জীবন তখন কেমন জানি লাগে পরিপাটি।
প্রভুর যিকির শান্ত করে উতাল হাওয়া এলে,
লুটাই যদি ইবাদতে অকেজো কাজ ফেলে।

-মহিউদ্দিন বিন জুবায়েদ

মুহিমনগর, চৈতনখিলা, শেরপুর।

Magazine