কুরআন পড়ো রোজ সকালে
পড়ো রাতের বেলায়,
কুরআন যেনো পড়ে না রয়
তোমার ঘরে হেলায়।
কুরআন পড়ো শুদ্ধ করে
তারতীল সহকারে,
কুরআন পড়ো অর্থ বুঝে
লাগবে তা দরকারে।
কুরআন পড়ো পূণ্য কামাও
কুরআন রবের কালাম,
কুরআন মাঝে আছে হুকুম
দাও মানুষদের সালাম।
কুরআন তোমার মান বাড়াবে
ক্বিয়ামতের দিনে,
তোমার তরে সাক্ষ্য দিবে
সকল স্বার্থ বিনে।
-মো. জোবাইদুল ইসলাম
আলিম ২য় বর্ষ, সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা,
মিরসরাই, চট্টগ্রাম।