পবিত্র ভূমির পবিত্রতা নষ্ট করেছে যারা
নিষ্পাপ ছোট্ট সোনামণিদেরও শহীদ করছে ওরা।
নির্বিচারে গণহত্যা আজ চেয়ে দেখছে বিশ্ব,
রক্তের খেলায় মেতেছে ওরা মুসলিম বুঝি নিঃস্ব।
বদর-উহুদের উত্তরসূরিদের আজ অলস হয়েছে দেহ,
তাইতো শিয়াল শকুনের দলে খুবলে খাচ্ছে দেহ।
যাইতুনের ঐ গাছগুলোর জানি কি অপরাধ ছিল!
অবলা অসহায় প্রাণীগুলো ছাড় পায়নি তারও।
মসজিদের ওই মিনারগুলো মুখ থুবড়ে পড়ে আছে,
অট্টালিকাগুলো মরূদ্যান বনেছে লোকালয় বিরান গৃহে।
জঙ্গিবাদ দমনের নাটকের নামে করছে গণহত্যা,
বাদ যায়নি দুধের শিশুও বাদ যায়নি প্রসূতি-বৃদ্ধা।
হাসপাতাল, স্কুল, তাঁবু কিবা মসজিদ বাদ যায়নি কিছুই,
মৃতপ্রায় রোগীদেরও মারছে ওরা জঙ্গি বনেছে শিশু।
ত্রাণের নামে লোক জড়ো করে চালাচ্ছে খোলা গুলি।
মাদকের বড়ি মিশিয়ে তাতে উদারতার দিচ্ছে বুলি।
অন্ন ঔষধের অপেক্ষায় আজ ধুঁকে-ধুঁকে মরছে দেহ।
ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশের টুকরোগুলো কাফন পায়নি কেহ।
শহীদের সংখ্যা লাখের যাত্রায় নিদ্রা কাটেনি কারো,
রক্তের ফোয়ারায় ভিজে গেছে আজ পবিত্র এই গৃহ।
মুসাফির বাসার
রিফাইতপুর, দৌলতপুর, কুষ্টিয়া।