জ্ঞানী হতে হবে তোমায়
জ্ঞানী হওয়া চাই,
জ্ঞান ছাড়াতো এই ধরাতে
কোনো মূল্য নাই।
চলার পথে বিদ্যা তোমার
লাগবে সদা সাথে,
শিখতে থাকো জানতে থাকো
প্রভাতে ও রাতে।
কুরআন পড়ো, হাদীছ পড়ো
পড়তে যত পারো,
পড়বে যত জানবে তত
জ্ঞানী হবে আরো।
জ্ঞান ছাড়া আজ কোথাও কারো
হচ্ছে না যে ঠাঁই,
সবার মুখে একই কথা
জ্ঞানী হওয়া চাই।
আবূ বকর বিন আলতাফ
শিক্ষার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।