আমি হারিয়ে যেতে চাই
ঐ ঘন সবুজ অরণ্যে,
যার তলদেশে থাকবে
নির্মলধারার প্রস্রবণ,
যার স্বচ্ছ চাঁদির পরশে
অনাদিকাল সিক্ত হবে মন।
ঘন শাখা-পল্লববিশিষ্ট বৃক্ষে
ফলগুলো থাকবে নুয়ে,
যা হবে খুব নিকটে।
আমি বসে থাকব
হেলান দিয়ে কিনারায়,
রেশমের আস্তর-বিশিষ্ট বিছানায়
আরো রবে স্বর্ণখচিত সিংহাসন
পরস্পর মুখোমুখি হেলান দিয়ে,
চির কিশোরের আনাগোনায়
খাঁটি সুরাপূর্ণ পেয়ালায়।
যা পানে হবে না শিরঃপীড়া
হবে না বিকারগ্রস্ত আনমনা।
যেখানে শুনতে হবে না কখনো
কোনো অবান্তর, খারাপ কথা
হবে না মনঃপীড়া অযথা।
কিন্তু শুনতে পাব মধুর সুরে
সালাম আর সালাম,
যা আমার উত্তম প্রতিদান।
-ফারজানা ইয়াসমিন
শিক্ষার্থী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ,
সাতক্ষীরা।