কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

নাই খবর ছালাতের!

post title will place here

যাচ্ছে কেটে ছালাতের সময়

ফজর থেকে যোহর,

নাই খবর ছালাতের তোমার

সময় যখন আছর।

যত কাজ সব মনে পড়ে

মাগরিব হয়ে গেলে,

ছালাত তুমি এড়িয়ে যাও

অবহেলার ছলে।

এশার সময় ঘুমিয়ে পড়ো

হাজার চিন্তা নিয়ে,

ছালাত দূরে ঠেলো তুমি

দূরন্ত বাহানায়ে।

মনে রেখো মরণ আসবেই

যতই বাহানা করো,

কবর তোমায় আঁকড়ে ধরবে

যদি ছালাত না পড়ো।

সাঈদা

নওদাপাড়া, রাজশাহী।

Magazine