কালো পাথরে পাথর ঘসে জ্বেলে দিই আলো
এসো পাথরে পাথর ঘসে জ্বেলে দিই আলো,
কেটে যাক অমানিশা আঁধারের কালো
কেটে যাবে অমানিশা আঁধারের কালো।
যে পাথরে গড়া মিশরের পিরামিড
ভারতের তাজমহল চীনের প্রাচীর,
তার চেয়ে দামি মানো কি না তুমি
আবাবিল ছুড়েছিল নুড়ি শত শত।
যে পাথরে সেজে ওঠে রাজার মুকুট
ধনাগার ভরে যায় অঢেল প্রচুর,
তার চেয়ে বেশি দামি মানো কি না তুমি
ফিলিস্তীনের শিশু ছোড়ে অবিরত।
মুহাম্মাদ ইমাম হোসেন
শিক্ষক, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
ডাঙ্গীপাড়া, রাজশাহী।