কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

চাওয়া

post title will place here
হে রব! আমাকে তাওফীক্ব দাও,
তাওফীক্ব দাও প্রতিক্ষণে কিছুনা কিছু চাওয়ার;
রাত শেষে ভোর আর দিন শেষে সন্ধ্যা এলে,
তাওফীক্ব দাও, সকাল-সন্ধ্যার যিকির করার।
পাপে-তাপে আবৃত হলে মন,
পড়তে যেন পারি, ‘সায়্যিদুল ইস্তেগফার’।
তাওফীক্ব দাও, মা-বাবার জন্য,
নিয়ম করে, ‘রব্বির হামহুমা’ পড়ার;
মনঃকষ্টে মন ফেটে যাবার উপক্রম হলে,
তাওফীক্ব দাও, জায়নামাযে কাঁদার।
রাতের শেষাংশে তুমি নিকটে নেমে এলে,
যেন ঘুম ভেঙে যায়, ‘ক্বিয়ামুল লায়লে’ দাঁড়াই;
কাউকে কোনোভাবে কষ্ট দিলে,
আমি যেন, নিঃসঙ্কোচে ক্ষমা চাই।
পূরণ করতে পারি যেন, স্বপ্ন যত তাই।
মাযহারুল ইসলাম আবির
শিক্ষার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
Magazine