ঈমান হলো কথা কাজে নয় শুধু বিশ্বাসে,
এই কথাটা মনে রেখো প্রতিটি নিঃশ্বাসে।
ঈমানটা তো বাড়ে কমে ঈমান ভঙ্গ হয়,
না বাড়ালে ঈমান কমে এটা সব সময়।
ঈমান ছাড়া ক্ষতিগ্রস্ত হীনদেরও হীন,
ঈমান ছাড়া তুমি হবে সবচেয়ে ক্ষীণ।
মুখে স্বীকার, ক্বলবে ইয়াক্বীন কাজে হবে প্রকাশ,
এ সব কিছু হলে ঈমান নইলে ঈমান যে নাশ।
কথা ও কাজ, মন ও মুখের অঙ্গের শুধু কাজ,
এ পাঁচভাবে রবের জন্যে ইবাদত শুরু আজ।
ঈমান ছাড়া আমল হলো আস্ত মরা দেহ,
তাই ঈমান যে শিখতে হবে পার পাবে না কেহ।
মিরাজুর রহমান তাহমিদ
মাইজদী, নোয়াখালী।