কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ইবাদতে মগ্ন থাকো

post title will place here
ইবাদতে মগ্ন থাকো যখন হবে একা
বলা যায় না মৃত্যুদূতে কখন দিবে দেখা!
মন হলো তো উদাসঘুড়ি উড়ে নীলে নীলে
ছাড়তে হবে ভূবনমেলা ভাবো দিলে দিলে।
বন্ধুরা তো ছেড়ে যাবে একলা কবর ফেলে
নেকী করো জান্নাতে ওই উড়বে ডানা মেলে।
ফ্যাকাশে মুখ নূরানীতে হবে মাখামাখি
হূরেরা তো স্যালুট দিবে শান্ত হবে আঁখি।
ইবাদতে মগ্ন থাকো শয়তানী কাজ মানা
রবের রহম পাবে তুমি মিলবে শামিয়ানা।
বুঝবে তুমি, মৃত্যুদূতে জানটা নিলে কেড়ে
ইবাদতের মূল্যগুলো গেছে কত বেড়ে!
-মহিউদ্দিন বিন জুবায়েদ
মুহিমনগর, চৈতনখিলা, শেরপুর।
Magazine