কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বাজারে আগুন

post title will place here
সবজির বাজারে লেগেছে আগুন,
আশি টাকা সের পোকা লাগা বেগুন।
আলু পটল করলার বাড়ছে দাম,
গরীবের মুখে নাই গোশতের নাম।
ব্যাগ হাতে বাজারে যায় গ্রামের মানুষ,
সবজির দাম শুনে হয়ে যায় বেহুঁশ।
খালি ব্যাগ নিয়ে ফিরে আসে ঘরে,
 জবাবটা কী দিবে গিন্নির তরে?
 মুখে নেই কোনো ভাষা, মনে নেই সুখ,
হতাশায় ভরে থাকে গরীবের বুক।
-আশরাফুল হক
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।
Magazine