কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বৃষ্টি যখন আসে

আকাশ ফেটে প্রবল বেগে
বৃষ্টি যখন আসে,
নদীনালা হাওড় তখন
পানির মাঝে ভাসে।
ধানের ক্ষেতে পানি যখন
অথৈ জলে খেলে,
নানা রকম মাছগুলো ঠিক
ক্ষেতে ধরে জেলে।
পাড়ার ছেলে আবালবৃদ্ধ
মাছের নেশায় পড়ে,
হাওড় বিলে ছোট খাদে
মাছগুলো সব ধরে।
বিলের যত মাছ আছে সব
কি যে ভালো লাগে,
দারুণ মজা লাগে খেতে
দাও পাতে যে আগে।
-শামসুল আরেফীন 
শ্রীপুর, গাজীপুর।
Magazine