কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

রঙিন মায়া

এই যুগে ভাই ঈমান রাখা হয়ে গেছে দায়,

বাড়ি থেকে বের হলে সেটাই বোঝা যায়। 

পুরুষ নারী মিলে এখন যেনায় লিপ্ত পথে,

ভালো মানুষ কেমন করে চলবে তাদের সাথে।

তাইতো যারা ভালো তাদের হয় না ধরায় ঠাঁই, 

যুগের সাথে তাল মিলালে করবে আপন সবাই।

দুনিয়াদারির ভেজাল মায়ায় পড়ে যারা চলে,

কেমনে পাবে শান্তি তারা মুক্তি পরকালে।

রঙিন মায়ার রঙিন ঘরে অন্ধ সবার চোখ,

বিবেক ঘরে তালা মেরে পায় না খুঁজে সুখ। 

রবের কাছে চাই যে পানাহ মায়া থেকে এই ধরার,

তিনি যেন তাওফীক্ব দেন সঠিক আমল করার।

মুস্তাকীম বিল্লাহ

বাগমারা, রাজশাহী।

Magazine