কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

চিরসত্য

চিরসত্য মৃত্যুকে তুমি

করো না কেন স্মরণ,

যতই করো তুমি বাঁচার চেষ্টা

হবে একদিন তোমার মরণ।

মরণ থেকে বাঁচার মতন

পাবে না কোনো পথ,

জাহান্নাম থেকে বাঁচতে পার

মেনে চললে কুরআনের মত।

কুরআনের বিধান না মানিলে

কপাল তোমার মন্দ,

যদিও তোমার আছে চোখ

তবুও তুমি অন্ধ।

কথাগুলো হয়তো তোমার কাছে

লাগতে পারে মন্দ,

তবুও মৃত্যু চিরসত্য

তাতে নেই কোনো সন্দেহ।

-মো. ফরহাদ খান

মীরগঞ্জ, চান্দিনা, কুমিল্লা

Magazine