জামি‘আহ সালাফিয়্যাহ দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান
সেথায় অধ্যয়ন করে দেশ-বিদেশের হাজারো সন্তান।
জামি‘আহ প্রাঙ্গণে জ্ঞানীগুণী মনীষীর সমাহার
দেশের অন্যান্য প্রতিষ্ঠানে এমন যেন খুঁজে পাওয়া ভার।
শিক্ষার্থীদের অধ্যয়ন করানো হয় সমৃদ্ধ জ্ঞান
বাংলা ইংরেজি উর্দূ আরবী সবই যেন সমান।
জামি‘আর পরিচালক জ্ঞানার্জনের পরিবেশকে করেছেন চমৎকার
শিক্ষার্থীরা মুখে কলমে মিডিয়ায় লড়বে এই প্রতিজ্ঞাই যেন তার।
সারা দেশ চেয়ে আছে জামি‘আর শিক্ষার্থীর মুখপানে
অটল তারা রইবে সবাই যতই আঘাত হানে।
প্রার্থনা করি আল্লাহর কাছে যেন বৃদ্ধি করেন মোদের জ্ঞান
জামি‘আহকে কবুল করে বাড়িয়ে দেন তার মান।
আরিফুল ইসলাম
নবম শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।