এ পৃথিবী যেমন আছে থাকবে তারই মতো
তুমি আমি চলে যাব আরও মানুষ যতো
কেউ রবে না ধরায় বেঁচে আপন ঠিকানায়–
আঁধার ঘরের পথিক হব সঙ্গী সাথীর মতো।
কর্মে যদি বেঁচে থাকি তবেই সফলকাম
নইলে সাধের দেহ বাড়ির নেই তো কোনো দাম
কাজের শাস্তি আমরা যদি এই দুনিয়ায় পেতাম–
রবই ভালো জানে মোদের কী যে বিপদ হতো!
সময় আছে আমরা যদি দ্বীনের পথে আসি
ইহজীবন, পরলোকে সুখ যে রাশি রাশি
সেদিন পাব রবের ভালোবাসা অনবরত
জান্নাতী ফুল দুলবে দোদুল শান্তি অবিরত।
আমরা অধম তাই গুনাহগার ভুল করেছি, রব!
পাপের খাতা পুণ্য দিয়ে মাফ করে দাও সব
তোমার রহম ছায়াতলে একটু দিও ঠাঁই
দূর করে সব দাও গো প্রভু! মনের কালি-ছাই।
মো. শাহাজাহান হোসেন
শিক্ষার্থী, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর।