দুঃখ বিনা এই না ভবে!
রয়েছে কে কোথা কবে?
এক বেলাতে ভোজনরসিক,
অপর বেলা নাহি খাবে।
কেউ মাতিবে অন্নদানে,
কেউ বা আবার হাত পাতিবে!
কেউ শোষকের লাঠির নিচে,
কেউ বা আবার গাত্রে সবে।
কারো হৃদয় পাথরসম,
কেউ বা আবার ঢের কাঁদিবে।
কারো গলায় সহ্যমালা,
কেউ বা মুক্তির পথ খুঁজিবে।
কেউ সংগ্রামে ব্যতিব্যস্ত,
পরিশ্রমে সুখ লভিবে।
কেউ মাটিতে কপাল নোয়ায়,
পরকালে সুখ মিলিবে।
কেউ দুনিয়ার মোহে পড়ে,
আল্লাহর বিধান না মানিবে।
কেউ স্রষ্টার ইবাদতে,
জান্নাতের খোঁজ করিবে।
মাহফুজ আহমেদ
সমাজবিজ্ঞান বিভাগ, বরিশালবিশ্ববিদ্যালয়, বরিশাল।