কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ছালাত পড়ো

post title will place here
ছালাতবিহীন ফাসেক্বী কাজে
মগ্ন হবে নাকো,
ছালাত তোমার জীবন খাতায়
নিয়মিত আঁকো।
ছালাত ছাড়া হালাল রিযিক্ব 
পাবে না যে কভু,
পড়লে ছালাত বাড়বে রিযিক্ব 
দিবেন আল্লাহ প্রভু।
পড়লে ছালাত নিয়মিত 
চলতে সহজ হবে,
আছে যত মন্দ খারাপ 
সবই দূরে রবে।
মোখতারুল ইসলাম
ধামরাই, ঢাকা।
Magazine