কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

পাহাড়ের বুকে

এক ওমরের জান নিয়ে তোরা করবি কী বল শুনি?
হাজার ওমর তৈরি হওয়ার বীজ সে গেছে বুনি।
ফুঁ দিয়ে কভু যায় না নেভা ইসলামের এই বাতি,
বীজ কখনোও যায় না পেষা, চাপিয়ে বুকে মাটি।
আলো নেভাতে যাবে? আরও জ্বলে যাবে।
বুকে মাটি চাপা দিবে? আরও চারা গজাবে!
থামাবে বলো কীসে?
কিছুই হবে না, এক ওমরের প্রাণনাশে।
এক ওমরের গরহাজিরায় লক্ষ ওমর ছুটবে আজ।
কণ্ঠ চেপে ধরবে? শ্বাস রুদ্ধ হয়ে মরবে।
পারবে না নিতে বিজয়ী তাজ।
পাহাড়ের বুকে দেখবে আজি মুসলিমের কুচকাওয়াজ।
ষড়যন্ত্র করে যায়নি রুখা ইসলাম কভু কোনোখানে
ধ্বংস হয়েছে, ছুটেছে যারা ষড়যন্ত্রের ঐ পানে।
সময় এসেছে চলে এসো আজ ইসলামের এই ছায়াতলে 
আল্লাহদ্রোহীরা ছাড়বে পাহাড়, পালাবে তারা দলবলে।
-মো. জহুরুল 
হরিপুর, পোরশা, নওগাঁ।
Magazine