কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ভোরের কাব্য

post title will place here

জানালা বেয়ে ফুরফুরে শীতল হাওয়ার ছোঁয়া,

মনে হয় উড়ে আসি শুভ্র আকাশের পাড়া!

বৃক্ষপল্লব আর মৃত্তিকা সবই শিশিরভেজা,

প্রকৃতি যেন গোটা নিশিতে হয়েছে বেশ ধোয়া।

পাখপাখালি মধুময় সুরে ধরেছে যে গান

এরই মাঝে কোকিলের কুহু-তে জুড়িয়ে গেল প্রাণ!

রিযিক্ব-সন্ধানী মানুষজন বেরোচ্ছে জমিনভর

একটুপরে শিক্ষার্থী রবে মাতবে পাঠশালা প্রান্তর।

ব্যস্ত হবে শান্ত এই দুনিয়া এক নিমেষেই,

এমন দুনিয়া কই, কোলাহল যেখানে হারাবে খেই!

দুধে ধোয়া দাঁতে যেন প্রকৃতি এই হাসি,

‘মন খারাপ’ পুড়িয়ে জাগায় এক ফালি খুশি!

রক্তিম হবে বাঁশথোপের পিছন রবিদার আভায়,

ঝাড়া মেরে জাগবে সবই আলো পড়লে গায়।

শুভ্র আকাশ স্নিগ্ধ রবে না আর,

পাখির ডাক শোনা যাবে না আর,

প্রকৃতি হবে হৈচৈ এ পার,

রবের নিয়মের কাছে সবাই মানবে হার!

-মাজহারুল ইসলাম আবির

শিক্ষার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, 

ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।

Magazine