দুনিয়া- সে তো নিশার স্বপন
প্রতিক্ষণে ডাকছে তোমায় মরণ।
নিঃশ্বাস বন্ধ হলে জড়াবে দেহে কাফন
আমল ছাড়া আর কিছু হবে না আপন।
প্রিয়জনেরাই করবে তোমায় দাফন
ফেরেশতার সাথে হবে তোমার কথন।
থাকলে পুণ্য কবর হবে রতন
না থাকলে পুণ্য- হবে চির পতন।
তওবা করো- নামাও গুনাহর কেতন
সত্য চিনো- দুনিয়া তো নিশার স্বপন।
পরকালে- রোজ হাশর- হয় না যেন পতন
মৃত্যু আসার আগে করো আমলের যতন।
রবের বিধান জীবনে করো বাস্তবায়ন
সময় থাকতে করো জীবন মূল্যায়ন।
-বিনতে আলাউদ্দীন
কাউনিয়া, রংপুর।