মায়ের স্নেহ-মমতা দেখো ঠিক এক সুশ্রী মধু,
সন্তানদের প্রতি ভালোবাসা দিল জগতের প্রভু।
সন্তান খাবে না তবু মা আদর করে খাওয়াবে,
সন্তানের অসুখ হলে চোখের জলে বান ভাসাবে।
খোকন রোগা যখন ডায়েট প্ল্যান বানাবে ভেবে,
আব্বাকে বলে মা দুধ কলা বেদানা আনাবে তবে।
সন্তানের খেয়াল রেখে নিজে ঘুম ছাড়ে অহরহ,
নিজে না খেয়ে সন্তানের খাবার করে সরবরাহ।
স্নেহ যত্ন আদরে মা বড় করে সন্তানকে শুধু,
সন্তানের ভালো দেখতে চাই মজুরি চাই না কিছু।
মিফতাউল ইসলাম
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।